রক্তের বীজ

ভয় কেন আর গভীরে কাঁপায় প্রান?
সংশয়! তাকে ছিঁড়েছি দুহাতে টেনে।
এখন আমার ভেতরে বাইরে প্রস্তুতি জেগে ওঠে,
এখন আমার অর্গল খোলা জানালায় নাচে রোদ।

শিকড়ের মূলে ঘুম ভেঙে জাগে আমি,
ক্ষয় পচনের ক্লেদ কালিমাকে ছেনে
গড়ে প্রার্থিত প্রতিমার তৃঞ্চায়ের বিশ্বাস।
মেঘলোক নয়- ফিসে মন এ- মাটির খাঁটি স্বাদে।

ফিরে এসে আমি অধরে ছোঁয়াবো ফুল,
নোনা সৈকতে শুটকির ঘ্রানে ভেজা
মুখর বাতাসে ভাসাবে আমার প্রতিমার মন্দির-

তাই
মাটিতে আমার রক্তের বীজ বুনি
মাটিতে আমার জন্মের গান শুনি,
ভাঙা জীবনের কংকালে ওড়ে আগামীর শুভদিন।