রনাঙ্গন

এ নহে ভিয়েৎনাম-
কিম্বা বিতীয় মহাযুদ্ধের
নাগাসাকি অথবা হিরোশিমা।

এখানে নেই ক্ষিপ্ত উদ্দাম
বুলেট কিম্বা মাইন বিস্ফোরন;
নেই কামানের প্রচণ্ড ধুম্রোদ্গীরন।

‘মাইলাই’-এর রক্তপিপাসা
কিম্বা পলাশীর রক্ত ক্ষয়;
নেই – তাও নেই। নেই জিজ্ঞাসা
ক্যাম্বোডিয়া অথবা ফিলিস্তিনী গেরিলার
হঠাৎ আক্রমন করা প্রলয়।

সম্প্রতিকালের বাংলাদেশ:
পশুর তীব্র তীক্ষ্ণ দন্ত
অসহায়া ভ্রাতৃর বুকের শেষ
লাল গোলাপটির অবলুপ্তি;
অথবা শত মাইলাই-এর
নব রূপায়ন প্রচণ্ড জঘন্য।

তাও নয়- নয় রক্তক্ষয়ী রুশ বিপ্লব,
নয় সিপাহী বিদ্রোহ-
এ আমার হৃদয় আমার বিবেক
আর অন্যায়ের সংঘাত এই রনাঙ্গনে
প্রচণ্ড ভয়াল, শত হিরোশিমার
প্রলয়ঙ্কর বিস্ফোরন এই ক্ষুদ্র স্থানে।