সামুদ্রিক অহংকার

পুষ্পিত হাতে ডাক দিয়েছি আসবে না কেন!

তোমাকে যে হাতে ধারন করেছি আজন্ম বাসনায়
যেখানে বুনেছি ফসলের অনন্ত চাষাবাদ অনিদ্রায় দহনে
রক্তিম প্রতীক্ষা জুড়ে যে শস্যের ঘ্রান বেড়েছে দৈর্ঘে সীমান্তে
সে হাতেই তোমাকে ডাক দিয়েছি, আসবে না কেন?

এই হাতে ডাক দিয়ে কখনো ফিরিনি ব্যঙ্গ বিষাদ
নদীর মতো এই হাতে আঁকিনি কোনো বালুচর বিষণ্ণতা,
এই হাতে কলরবে মুখরিত পাখিদের শিশু
এই হাতে অতন্দ্র প্রেম একাকী সাজায় স্বপ্নের গেরস্থালি
এ হাতেই ছুঁয়েছি তোমায়, ভালোবসে কেন বুকে রাখবে না
পোড়া কালো চাঁদ বিনিদ্র নিশিথ!

যতোটুকু চেয়ে তোমাকে ছুঁয়েছি কাংখায় চেতনায়
শুধু চাই ততোটুকু পাওয়া, অতোটুকু শুধু আমার পৃথিবী
শিহরনমাখা ব্যাকুল বকুল সুখ।

শিশির বিশ্বাসে ডাক দিয়েছি, আসবে না কেন!

এই হাতে ফুল দাও এই চোখে স্বপ্নের মেঘ
এইখানে তুমি থাকো এইখানে আমার গ্লানি।