শান্তিপূর্ন সহ অবস্থান

(অন্তরঙ্গ অগ্রজ ফজল-এ খোদাকে)

চারিদিকে ক্ষুধার্ত জল ক্রমবর্ধমান
মাটির গ্রীবায় নেমেছে কঠিন আবহাওয়া
ধরা দাও ঈশ্বর খরা দাও
প্লাবিত হৃদয় জলের গভীরতায় জল-
বন্যার প্রতিবেশী হয়ে থাকবো বলে
খরাহীন নিরুত্তাপ বসন্তে একাকী
নিজস্ব পরিকল্পনাধীন প্রকল্পে
এক রকম উদ্বিঘ্নে ছিলাম বহুকাল।
জল শত্রু হলো খরাও অচেনা
নিজেকে ছিঁড়েখুড়ে বিবস্ত্র কোরে
একবার দেখে নিতে চাই- নিজেকেই
রক্তে বিবিধ কনিকার শান্তিপূর্ন সহ অবস্থান।