স্বপ্নগ্রস্ত/ফিরেছি স্বদেশে শ্রান্ত সিন্দাবাদ

ঘুমের ভেতরে জেগে উঠে দেখি ঘুমিয়েছি বহুখন।

যেন আরব্য রজনীর এক হাজার বছর শেষে
ফিরেছি স্বদেশে স্বজনের কাছে শ্রান্ত সিন্দাবাদ।
অথচ আমার ঘাড় থেকে আজো নামাতে পারিনি দ্যাখো
অন্ধ বধির দৈত্যটি ঘাড়ে চেপে আছে অবিকল।

ঘুমের ভেতর এতোদিন আমি ঘুমিয়ে ছিলাম হায়!
এর মধ্যেই বদলে গিয়েছে পৃথিবীর প্রতিবেশ,
শেষ হয়ে গেছে বৃক্ষের দিন, পাখিদের সংসার।
মধ্যপ্রাচ্যে মঞ্চ সাজায় মানবিক অভিনয়-

এইভাবে যদি ঘুমের ভেতরে ঘুমিয়ে পড়তে থাকি,
আর প্রতিদিন পাল্টাতে থাকে পরমানু অবয়ব,
আর প্রতিদিন বদলাতে থাকে মানুষের দাঁত-নোখ।
বদলাতে থাকে শাহেরজাদীর গল্পের পটভূমি।

তবে নির্ঘাত তেলসংকটে ধরা খাবে তেলা-মাথা,
অতেলার তেল কখনো ছিলো না আতেলের অভিধানে।
আঁতেল মত্ত তেলের তত্ত্বে, তখ্তে তেরশ হাতি,
বগলের নিচে ছাতি নিয়ে ছাতি নামিয়ে এশিয়া হাঁটে।

ঘুমের ভেতর ঘুমিয়ে আবার স্বপ্ন দেখতে থাকি,
কী অবাক সেই স্বপ্নদৃশ্যে আবার ঘুমিয়ে পড়ি।
এইভাবে ঘুমে স্বপ্নে ও ঘুমে ঘুম ও স্বপ্ন চলে,
অন্ধ বধির দৈত্যটি ঘাড়ে চেপে থাকে অবিকল।

বাবুদের দেখে কাবু অবস্থা হাই তোলে হাইফেন,
পুবের কাকটি পশ্চিমাটিকে ঠোঁট নেড়ে বলে- হ্যালো??

৩০.০৫.১৯৯৭ রাজাবাজার ঢাকা