শস্যের বিশ্বাস

হে আমার ভিক্ষুকের হাত বাহু থেকে খ’সে পড়ো,
করুনাসিক্ত জীবন হে আমার পরাজয় তুমি মৃত্যু হও
তুমি খ’সে পড়ো শুকনো লতা।

চারিদিকে এত বেশি বন্যজীবন যাপন-
গৃহপালিত স্বভাব- এতোবেশি প্রভুভক্ত কুকুরের সুখ!
কোথায় উদ্ধার বলো, কোথায় শোভন সুস্থ মমতার রাখি?

শৃংখলে রুদ্ধ মনন- পরাধীন আকাংখার ভাষা
স্বদেশের রুগ্ন দেহে উল্লাসে মত্ত জীব- কুকুর- শকুন-
তাদের হাত ধরে রাখে জাতির পতাকা!

হে আমার ব্যাধি- জরা- জীর্নতা পাণ্ডুর বোধ,
হে আমার প্রতারনা- রুগ্ন লোভের কালিমা- হে আমার ক্ষয়
বিশ্বাস থেকে খ’সে পড়ো অনাবশ্যক হলুদ পাথর
খ’সে পড়ো, মৃত্যু হও।

হে জীবনের যেটুকু ভগ্নস্তুপ ধংস তুমি অপসৃত হও,
এই ভূমে আরো এক নোতুন নির্মান হবে শস্যের বিশ্বাসে।