শত অব্দের মৃত কাক

কালো পিচের পথের ওপোর
ইতস্ততঃ বিক্ষিপ্ত
ছড়িয়ে রেখে কোমল শরীর
অবসন্ন নির্জিবতায়
মৃত কাকটি পড়েই ছিলো
আবহমান শত অব্দ।

লালন করা ক্ষতের মতো
পড়েই ছিলো অনড় স্থির
চিৎকারহীন অভিযোগের
ব্যানার ধরেই পড়ে ছিল।

কতোকগুলি হাওয়ার মাছি
শব্দ করে শিল্পকলার
ক্লান্ত দেহে বসলো খানিক পুনর্বার
উড়ে গ্যালো উদ্দেশ্যবিহীন।

ঘোর নির্বোধ ট্রাকের চাকা
অবলীলায় গড়িয়ে গ্যালো।
শুকনো কঠিন পা জোড়া তার
উর্ধমুখে কালো স্বর্গের
ঈশ্বরকে জানিয়ে দিলো আসন্ন প্রায়
সোনালি স্বর দ্বিখণ্ডিত।

আমার মতোই মৃত কাকটি
বিষাদ শ্রান্ত পড়েই আছে
শত অব্দের পিচের গভীর
কালো রাত্রির উল্টো পথে।