তোমার প্রেম কংক্রীটের রাস্তা হোলে

তোমার সুচতুর প্রেম যদি নির্বিবাদে কখনো
হয়ে যায় কংক্রীটের মসৃন রাস্তা
হৃদয়ের স্বয়ংক্রিয় মিউনিসিপালিটির কল্যানে
অথবা সজ্জিত করা হয় লাইটপোস্টে রাস্তার পাশ।

যদি ট্রাফিকের নিয়ন্ত্রন আলো অযথা
মাঝপথে না করে বিব্রত ভূলক্রমেও
এবং যেখানে-সেখানে ছড়ানো ইট-কাঠ
এসব না থাকে। ট্রাফিকজ্যামবিহীন
যদি হতে পারে অথবা রাজনীতির শোভাযাত্রা

সে পথে যায় না, আইন রক্ষাকারীর কোনো
ভ্রাম্যমান ট্রুপ সে সবও আসে না

এবং পথের পাশের ডাস্টবিন থেকে পঁচাঘ্রান
যদি না ছড়ায় তাহলে বলতে পারো-
এবং আমার নোতুন মডেলের ভক্‌সহল
আমি নির্বিঘ্নে চালিয়ে আসতে পারি

যদি তোমার প্রেম হয় কংক্রীটের মসৃন রাস্তা।

(১১.৯.১৯৭৩)