উনিশ বছর অপেক্ষমান বুকের আঙিনা

আমার জীবনের একদিকে ভালোবাসার
সঘন রোদ্দুর
আর এক দিকে যন্ত্রনার নীল মেঘ
আমি কারো প্রতীক্ষায় আছি।

কোনো সবুজ পাখী
অথবা গোলাপী কাক
আমি কারো প্রতীক্ষায় আছি
আমি জানালা খুলে রাখি।

নিশ্চয়ই একজন কেউ আসবে
প্রত্যাশিত তার করাঘাত আমি
দরোজায় দারুন উৎকণ্ঠায় আছি,
কোনো সোনালী ছায়ার ঘ্রানে
কেঁপে কেঁপে উঠবে শার্সিতে রোদ্দুর
সে রকম আশায় পথ চেয়ে থাকি-

অথচ কোনোদিন কারো অপরিচিত
পদশব্দে চমকে ওঠেনি
আমার সচেতন আঙিনা
অপেক্ষাই যার উনিষটি বছরের সাথি।