এক চিলতে মেঘ
অশনি সংকেত,
দিচ্ছে দেখ ঐ
এক চিলতে মেঘ।
দুষ্টু সোনা পাখি
দিচ্ছে দেখ ফাঁকি,
প্রেমের দিব্যি কেটে
পালাবি তুই নাকি।
ভরা নদী মাঝে
ডুব দিয়েছে যে,
খুঁজছে সেও দেখ
কোন অতলে যে।
পাবে কি পাবে না
যাবে কি যাবে না,
হয়োনা অশান্ত
বলে গেল মেঘ।
কোন গানের সুরে
ধরা পড়ে যাবে,
কোন সে স্বরলিপি
একদিন খুঁজে পাবে।
একদিন আমি পাবো
প্রেয়সীর দেখা,
মনেরই কোন কোনে
ছুঁয়ে গেল মেঘ।
কন্ঠ: শ্রীকান্ত আচার্য