চলে যদি যাবে
এভাবে না বলে,
তবে স্বপ্ন কেন দেখালে
কেন বাঁচতে শেখালে?
আমি স্বপ্নেও কভু ভাবিনি
তুমি হারিয়ে যাবে,
ভালোবাসায় গড়া পৃথিবী
এভাবে মিথ্যে হবে।
আঁধারে কি আলোতে
যেখানে আমি চোখ রাখি,
তোমারই ফেলে যাওয়া স্মৃতি
আমাকে করে একাকী।
নিঃশ্বাসে দীর্ঘশ্বাসে
তোমাকেই আজও খুঁজে পাই,
তুমি কাছে নেই সে কথা ভাবতেই
বুক ভেঙে যায় সহসাই।
কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু