বনলতা সেন

জীবনানন্দের বনলতা সেন
আজো বেঁচে আছে,
সেই চোখ সেই চুল সেই মন নিয়ে
এসেছ আমারই কাছে।

কবিদের মন আর শিল্পীর চোখে চেয়ে
আমি যে তোমায় ওগো দেখেছি,
চন্দ্রের চেয়ে বেশী জোছনার আলো
তোমার মাঝেই আমি খুঁজে পেয়েছি।

তুমি যে আমার শুধু যে আমার,
জীবনে তুমি মরণে।

সাগরের নীল আর মোহনার শোভা দিয়ে
বিধাতা তোমায় যেন গড়েছে,
পৃথিবীর যত কিছু সুন্দরতম
তোমার হাসিতে লুকিয়ে আছে।

কন্ঠ: শুভ্র দেব
সুর: প্রণব ঘোষ