আবুল কালাম

ন’টা পাঁচটার চাকরি শেষে আবুল কালাম বাসস্ট্যান্ডের লাইনে
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন ভাবে আর সামান্য বাড়তো যদি মাইনে।

কলেজপড়ুয়া ছেলেমেয়ে তার ভালো পাশ না করলে
ভালো গ্রেড তুলবে কী করে প্রাইভেট না পড়লে
খরচ বাড়ে জ্যামিতিক হারে, ঘুষ খেতে তবু চাইনে
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন ভাবে আর সামান্য বাড়তো যদি মাইনে।

ভালোবেসে ঘর বেঁধেছিল চোখে স্বপ্নের এক সংসার
সেই স্বপ্নটাকে সাজাতে তাই বাড়তি আয়ের দরকার
পার্টটাইম ওভারটাইম করে করে দিন নেই তার রাত নেই
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন ভাবে আর সামান্য বাড়তো যদি মাইনে।

মাস শেষ হলে মাথার ভেতর সাইরেনের শব্দ
পাইকারি আঃর খুচরো জীবন করছে তাকে জব্দ
প্রতিদিনই তাই ভাবতে ভাবতে আবুল কালাম দাঁড়ায় বাসের লাইনে
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন ভাবে আর সামান্য বাড়তো যদি মাইনে।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস