এমন বরষা তাও নদী হলো না

এমন বরষা তাও নদী হলো না
রাত ছিল চোখে তাই
ঘুম ছিল না।

বলেছিলে অকারণ ভুল বুঝবে না
বলেছিলে অভিমানে ভেঙে পড়বে না
বলেছিলে ঘর হবে
ঝড় বইবে না।

দূরে নয় কাছে থেকো বলেছ আমাকে
আলো হাসি গান যেন প্রাণ ভ’রে থাকে
দূর আরো দূরে গেল
কাছে এলো না।।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস