বাংলা বাংলাদেশ

পুকুর ভরা মাছ, ফসল ভরা মাঠ দাও
জাম বট হিজলের নিবিড় ছায়া দাও
বাউল ভাটিয়ালি গুনগুন গান দাও
তাকদুম তাকদুম ভাঙা ঢলেতে বোল দাও
পদ্মায় মেঘনায় কূলভাঙা ঢেউ দাও
ভোরের দোয়েল তুমি প্রাণ খুলে গলা ছেড়ে
মুক্ত আকাশে গান গাও
বাংলা বাংলাদেশ আমার দুঃখিনী বাংলা গো
তোর জীর্ণ মলিন বেশ আমার দুঃখিনী আম্মা গো।

এসেছে বৈশাখী তাই গেয়ে ওঠে নিমপাখি
আম জাম কাঁঠালের, কোনো কিশোরীর আঁচলের
রাঙা মেঘ নীলাকাশ, কচি কচি তালশাঁস
তবু দুঃখীর মিছিল চলে, দু’হাতে আঁধার ঠেলে
বাংলা বাংলাদেশ আমার দুঃখিনী বাংলা গো
তোর জীর্ণ মলিন বেশ আমার দুঃখিনী আম্মা গো।

ছিল হাসি হাসি মুখটা নদীর মায়া মায়া চোখটা
দেশপ্রেমে মগ্ন, সবাই একসাথে লগ্ন
আমরণ তোকে ছুঁয়ে থাকবো, বুকের পাঁজর করে রাখবো
তবু অন্ধ করেছে চোখ, বন্ধ করেছে পাখা
বিভেদ আর বিদ্বেষ
বাংলা বাংলাদেশ আমার দুঃখিনী বাংলা গো
তোর জীর্ণ মলিন বেশ আমার দুঃখিনী আম্মা গো।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস