ছাতিমতলা

থাকো তুমি থাকো জানি ছাতিমতলা
পাগল করা গানের গলা
সকাল সকাল যাই কাজের খোঁজে
ছাতিমতলা পড়ে পথের মাঝে
কাজের ফাঁকে ফাঁকে ছাতিমতলা
পাগল করা ওই গানের গলা।

বন্ধুদের কাছে গল্প বলা,
দেখিনি দেখিনি শুধু শুনেছি গলা
নামটাও জানা নেই শুধু অনুভবে
মধুমাধবের দেশে ভ্রমর হবে
অচেনা অদেখা এক চিত্রকলা,
পাগল করা গানের গলা।

দেখি রোজ ও ঘরের দরজাটি বন্ধ
শুনলাম লোকমুখে মেয়েটি অন্ধ
কাঁপে দিন কাঁপে রাত অন্ধকারে
সে গান আলোর মত ছড়িয়ে পড়ে
আলোয় ঝলমল ছাতিমতলা,
পাগল করা ওই গানের গলা।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস