চিরকুটে দেখি ছোট্ট করে লেখা

চিরকুটে দেখি ছোট্ট করে লেখা
সন্ধ্যায় হবে চারুকলায় দেখা
আমি জানি সে আসবে নেই কোন ভুল
সেই পথ জুড়ে ছাতিম গাছের ফুল
ও যাই ভাবুক হাত দুটো ধরবোই
আমি আজ তাকে সব কথা খুলে বলবোই।

রঙহীন ছিল বাদাম গাছের পাতা
গান ছিল শুধু ছিলনা গানের খাতা
দ্বিধায় দ্বন্দে নিশ্চুপ ছিল যত কথা
সেই কথা সব আজ তাকে খুলে বলবোই।

সে যদি বলে কিভাবে নতুন ঘর বাঁধে
ভাই বোন মিলে পুরো সংসার তার কাঁধে
দিনরাত্রি কাটে জীবনের সংঘাতে
তাকে নিয়ে তার সংসারে হারাবো।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস