দেখছি আর ভাবছি,
ভাবনায় ডুবে যাচ্ছি এ বেলায়
কাঁদছি, হো হো হাসছি,
দূরে যাচ্ছি কাছে আসছি ও বেলায়
কোথাও আর আমি নেই…
শোনো, বলছি তোমায়।
দুঃখ কিংবা শোকে ডুবে ডুবে যেতে থাকে
অন্ধ ইশারায় কেউ ডাকছে কাছে আয়
গহন করে ডাকি যদি শুনতে পায় এ বেলায় ও বেলায়।
অবিরাম দোলাচল নেই কূল নেই তল
যতবার কাছে আসি, বলে বিষাদ ভালোবাসি
আগুনে অসুখে দুজনেই পুড়ে যায় এ বেলায় ও বেলায়।
কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস