দেখেছি সাদা কালো শাড়ি

দেখেছি সাদা কালো শাড়ি
একুশে ফেব্রুয়ারি
ফুলের পাশে শহীদ মিনারে
শিমুল চাঁপা পলাশের ভীড়ে
কি যেন ছিল তোমার নাম
না জেনে ভেসে গিয়েছিলাম
একুশ একুশে ফেব্রুয়ারি
আমি কি আর ভুলতে পারি।

ধূসর রঙের মেঘে মেঘে
চোখ দুটো থাকে জেগে
তোমাকে যেতে দেখি প্রায়
বেইলি রোড বা বইমেলায়
তিলোত্তমা এই নগরী
আমি কি আর ভুলতে পারি।

তাকে দেখেছিলাম তোমার পাশে
আলো ছড়িয়ে বসে আছে
জানিনা কী যে তোমার নাম
আমি একুশ রেখেছিলাম
কালো পাড় সাদা শাড়ি
আমি কি আর ভুলতে পারি।।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস