ঢেউ তোলো

ঢেউ তোলো ঢেউ ভাঙো ঢেউ দিয়ে যাও
কুল হয়ে দাঁড়ালাম পানশি ভেড়াও
দৃষ্টিতে মল্লার বৃষ্টি ভেজাও।

ভিজে পায়ের ছাপ পথের পাতায়
হাসিটুকু রেখে যায় দোলনচাঁপায়
হাত ধরেছে হাত বৃষ্টিভেজা রাত
কালো বাদল তুমি মাদল বাজাও।

বৃষ্টির পায়ে বাঁধো জলের নুপূর
নাচুক তোমাকে ঘিরে টাপুরটুপুর
ঝুমকোলতার ফুল, মেঘছড়ানো চুল
দু’কূল ছাপিয়ে তুমি কাকে টেনে নাও।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস