একদিন সবাই দুঃখ ভুলে বলবে এসো

একদিন সবাই
দুঃখ ভুলে বলবে এসো
এত কেন ছোটাছুটি
বলবে একটুখানি বসো
একদিন সবাই সূর্যমুখী রোদের বাগানে
আলোর উৎসবে কনকচাঁপা কানে কানে।

পাতার কুচকাওয়াজে ভোরের পাখিরা
দল্বেঁধে উড়ছে আকাশে
তোমাদেরও সাথে নেবে
বিপুল বিশাল হবে
আমিও থাকবো পাশে পাশে
স্বপ্নজালে অন্তরালে
গভীর ক’রে ভালবেসো।

পাহাড় ছুঁয়ে ঝর্ণা ঝরে
সেথায় আমায় ছোট্ট ঘরে
ঘাসে মাকা সবুজের পথটি ধরে
এসো সবাই সময় করে
শাপলা কুড়াবো শালিখ ওড়াবো
মেঘের ভেলায় শুধু ভেসে।।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস