এমন দিনে তারে

এমন দিনে তারে হায়
ভুল নামে ডেকে যাই
চন্দ্রমল্লিকা অতসী কামিনী
কী নাম যেন ভুলে যাই।

এমন দিনে কেন উদাসী,
এমন দিনে কেন বানভাসি
আকাশ গুরুগুরু বাজায়
ডম্বরু এমন ঘন বরষায়।

হাওয়ায় সে যে দেয় দোলা,
মনে পড়ে ছিল চুলখোলা
এসেছিল বাড়ি ফুলতোলা শাড়ি
আমার এই আঙিনায়।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস