গল্প

শোন, গল্পটা এখানে শেষ নয়।

মানুষের মুখ দেখো দ্রুত বদলে যায়
ভালোবাসা জমকালো পোশাক পরতে চায়
চারপাশে তোমরা যে দেয়াল তুলেছো
সে ঘেরা জীবনের নিদারুণ অপচয়।

যে শিশু জন্মেছে কাল কী হবে তার?
ক্ষোভে বিক্ষোভে দোলে মানুষের সংসার
চারদিকে ব্যর্থতা, ভেঙে পড়া গান শুধু
স্বপ্ন দ্যাখে না আর অচিন গাঁয়ের বধূ
গল্প তো গল্প, গল্প জীবন নয়।

মানুষে মানুষে দেখো ভয়ার্ত সংঘাত
কেউ কি বাড়াবে আজ প্রতিশ্রুতির হাত
অদ্ভুত আঁধার দেখো নেমেছে এ দেশ জুড়ে
আলোর নির্যাস যাচ্ছে দূরে সরে
গল্প তো গল্প, কিংবদন্তী নয়।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস