যাদুঘর আর আজিজ সুপার

যাদুঘর আর আজিজ সুপার আর শাহবাগ মোড়
বইমেলা আর একুশের শোক
ক্যাম্পাসে বসে আড্ডা তুখোড়
খুঁজে বেড়ায় সন্ধানী চোখ
সবকিছু ঠিক যেমন ছিল তেমনি সবই আছে
শুধু তুমি নেই।

শীতসকালে চায়ের ধোঁয়া
চাদর থেকে হাত বাড়িয়ে আমায় ছোঁয়া
হুড খোলা রিক্সায় বসে দুজন শহর ঘোরা
জ্যামের ভিতর ইচ্ছে করে আটকে পড়া
রিকসার কোলাহল মানুষের ভীড় সব তেমনি আছে
শুধু তুমি নেই।

তোমার অফিস ছুটি হলে
রোজ চলে যাই তোমায় আনতে কোন কাজ নেই বলে
বৃষ্টিতে ভিজতে ভিজতে পথহারা
বর্ষা তখন তোমায় আমায় নিয়ে আত্মহারা
বেকার আজও দিনরাত্রি সব তেমনি আছে
শুধু তুমি নেই।।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস