যে মেয়েটি বুড়িগঙ্গার ধারে

যে মেয়েটি বুড়িগঙ্গার ধারে
একা একা বসে আছে
তাকে তুমি ঘরে ফেরাও,
যে ছেলেটি অন্ধ গলির মুখে
একা একা দাঁড়িয়ে আছে
তাকে তুমি কাছে টেনে নাও
না বোলো না এখনই সময়
ঘুম ভাঙাও আর দেরী নয়
একা একা কেন তুমি থাকো
মানুষের ভীড়ে মিশে যাও।

আজ রাত হবে না, আজ সূর্য সোনা
আজ গল্পবোনা
আজ গলা ছেড়ে গান, আজ আকাশ সমান
আজ যত দিকে টান, তবু হার মানবো না
তোমাকেও নেবো আমি সাথে
খুব ভোরে ডেকে নেবো তোমায়
চারপাশে ফুল ফোটাতে
তোমাকেও আমার চাই।

গালে হাত রেখে এখনও যে ভাবছে
ঝাঁকি দিয়ে তাকে জাগাও ।
পাতার কুটিরে সবাই এমন নাচি রে
প্রাণ খুলে গাইরে, আজ ভাবনা বিহীন
কেটে যাক দুর্দিন, আজ দুঃখবিহীন
একসাথে বাঁচি রে
তোমাকেও দেবো সাজিয়ে
যেন চঞ্চলা উর্বশী
চন্দ্রতারা ছুঁয়ে ছুঁয়ে
হবে সবার প্রত্যাশী
এখনো যে আছে হিমশীতল ঘরে
উত্তাপে তাকে গলাও।।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস