কাঁঠাল চাঁপার গন্ধে বিভোর

কাঁঠাল চাঁপার গন্ধে বিভোর বাতাস
মাথার উপর ছোট্ট একটি আকাশ
মাঠের কোণে উদাস বিজন ঘাস
চাঁদের আলোয় চন্দ্রমল্লিকা
সবই আমি যত্ন করে রাখি
তোমায় দেবো আবার দেখা হলে।

তোমার জন্য যত্ন করে সাজাই
বুকের মধ্যে অনেকগুলো ফাগুন
রুদ্ধ করি মনের এক কোণে
ভালবাসার ছাইচাপা আগুন
এসব আমি যত্ন করে রাখি
তোমায় দেবো আবার দেখা হলে।

চন্দ্রমালা শংখমালা যত
কাছে দূরে টানছে অবিরত
তোমায় দেবো কামরাঙা কবিতা
আমার যত গাঢ় বিষন্নতা
সবই আমি যত্নে তুলে রাখি
দেবো তোমায় আবার দেখা হলে।।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস