খোঁজ

ঘুরে ঘুরে কাছে দূরে আমার চলা ভুবন জুড়ে
কখন জলে কখন ডাঙায়, ভোর হলে ঘুম ভাঙায়।

ছোট ছোট ছেলেমেয়ে রোদের পাশে খালি গায়ে
জানি না কী ছবি আঁকে হিম হিম শীত চোখে
পোড়া রুটি ভাতের ফেনা, এখানে ময়লা আবর্জনা
খালি পেটে খালি গায়ে ওদের ছেলে ওদের মেয়ে
থাকুক আমার বুক জুড়ে।

সারি সারি অনাহারি ফুটন্ত ভাত ভাতের হাড়ি
মুখে আঁকা বলিরেখা, ও বৃদ্ধ ও বৃদ্ধা
কারো পিতা কারো বা মা, ক্লান্তি আমার করো ক্ষমা
ওদের সাথে আমি আছি, আছি আমি মরি বাঁচি
ওদের নিয়ে ঘরে ঘরে।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস