মুখ তুললে আকাশ

মুখ তুললেই আকাশ আর মুখ নামালেই গলি
শহর থেকে একটু দূরে আমার শহরতলী
শহর গ্রামের মাঝখানে সে করছে কোলাকুলি।

বৃষ্টি হলে জল জমে যায় রৌদ্রে আগুন ঝরা
কষ্টে সৃষ্টে জীবন কাটায় আমার বন্ধুরা
তাদের সাথে আমিও থাকি থাকে গীতাঞ্জলি
ছোট্ট শহরতলী।

বজ্র থেকে বিদ্যুৎ নিলে তবেই জ্বলবে বাতি
বন্ধুরা সব অন্ধকারে জ্বালায় মোমের বাতি
মোমের আলোয় এ যেন সেই অন্ধ ভূতের গলি
ছোট্ট শহরতলী।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস