প্রচারে প্রসার

প্রচারে প্রসার প্রচার সর্বস্ব
নইলে অসাড় যা কিছু করছো
লোকে যদি না জানবে না শুনবে না চিনবে
ও গান হবে ছাই ভস্ম।

যোগাযোগ চেনা শোনা হতে হবে ঠিক
হোক প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক
তা যদি করতে পারো, দু’য়ে দু’য়ে যোগ করো
হাতের মুঠোয় সারা বিশ্ব।

নিজেই নিজের করো গৌরবদান
বিজ্ঞাপনের যুগে তাতে সম্মান
ছোট্ট বালির কণা জেগে উঠবে কিনা
ভেবে দ্যাখো, তা না হলে নিঃস্ব।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস