রোদ বৃষ্টি ঝড়ে

রোদ বৃষ্টি ঝড়ে
মুখোশের এই শহরে
চোরকাঁটা চারধারে
তবু গান গেয়ে যাই
তুমি আছ তাই।

যদি থাকো একজনও
আমার কথা শোনো
প্রাণ একতারাতে
গান বানাই নিজের হাতে
পথের অন্ধকারে
চাঁদের আলো এসে পড়ে
গানে গানে গানে গানে গানে গানে
স্বপ্ন ছড়াই
তুমি আছ তাই।

ওরা কাকের কলরবে
বলে গান দিয়ে কি হবে
তবু বৃষ্টির আবেগে
চোখে রঙধনু জাগে
আমার আঁধারখানি
গানের কাছে আনি
গানের গভীরে আঁধারে আঁধারে
আলো খুঁজে পাই তুমি আছ তাই।।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস