সময়ের চাকাটা

সময়ের চাকাটা থেমে থেমে চলছে
সবাই শুধু নিজেরটাই ভাবছে
সবকিছু চাই, তাই অভাবটা বাড়ছে
তালগোল পাকিয়ে সবাই খাবি খাচ্ছে
এক দুই এক দুই এক দুই তিন
শুরুই হলো না, ফুরিয়ে গেল দিন।

চুল তার কবেকার সোহাগবিনুনি
প্রাণ দিয়ে ভালোবাসি ডেকেছি পরানি
তার তো আরো চাই মন ভরেনি
নেই তবু সে আমার স্বপ্নচারিণী
এক দুই এক দুই এক দুই তিন
বলতে বলতে ফুরিয়ে গেল দিন।

যে জীবনে তাল নেই লয় নেই সুর
সে জীবন এঁকেবেঁকে গেছে বহুদূর
তুমি এক তুমি দুই হতে পারো তিন
দু’হাত উপচে দেবো আসবে যেদিন
এক দুই এক দুই এক দুই তিন
সকাল না হ’তেই ফুরিয়ে গেল দিন।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস