স্বপ্ন সীমাহীন

নীল দিয়ে বোনা আকাশপারের শাড়ি
বন্ধু তোমায় দেবো কোনো একদিন
নীলের মাঝে সূর্যটা রঙিন
নীল হলুদের এমন কাড়াকাড়ি
আমি যেন তোমায় দিতে পারি
ছোট্ট ঘরে স্বপ্ন সীমাহীন।

অল্প আয়ের ছোট্ট আমার ঘর
ঘরের সামনে ছোট্ট বাগান আছে
আকাশ থেকে খচিত প্রান্তর
সন্ধ্যে হলে ঘরেই নেমে আসে
এসেই যদি পড়ো একদিন
ছোট্ট ঘরে স্বপ্ন সীমাহীন।

জীবন সে তো তোমার পদাবলী
বাজছে যেন চতুর্দোলার তালে
বালি আছে, নেই তো চোরাবালি
ঘরের ভেতর ঘর রেখেছি খুলে
না যদি আর আসো কোনোদিন
স্বপ্ন নিয়ে থাকবো চিরদিন।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস