তোমাদের জন্য

এ দেশ অনন্য সব তোমাদের জন্য
তোমাদের জন্য কুঁড়ি হবে ফুল
মেঘ মাটি নদী মিলে যাবে নির্ভুল
প্লাবন ভাসিয়ে দেবে এ কূল ওকে কূল
রাম রহিম মিলে যাবে বিলকুল
মেঘ অরণ্য সব তোমাদের জন্য।

তারুণ্যে ভরা তরুণ বন্ধুরা মুছে দাও দারিদ্র জীর্ণ জরা
এক হাতে ধরো ক্ষুব্ধ মরুভূমি, অন্য হাতে প্রিয় জন্মভূমি
খোলা আকাশ খোলা প্রান্তর
তীব্র শাণিত করো কণ্ঠস্বর
বুভুক্ষ মুখে তুলে দাও অন্ন
এ দেশ তোমার তোমাদের জন্য।

চুমকু গাথা নকশি কাটা বর্ণমালা আর বর্ণচ্ছটা
বৃষ্টিতে নাচে ওই কাঁচামাটি হাজার বছর এই পথ ধরে হাঁটি
আমিই স্বদেশ, আমি বৈশাখী, অনাগত দিনটির ছবি আঁকি
শ্রমে ঘামে জীবন্ত প্রাণ পরিপূর্ণ
তুমি আমার আমি তোমাদের জন্য।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস