আচার্য্য ত্রিবেদী

প্রাচ্যের প্রাচীন বেদ- ত্রয়ী যার নাম
সে তিনি আত্মস্থ করি মনীষা তোমার
হে মনস্বি নহে তৃপ্ত, অন্তর-ক্ষুধার
খাদ্য লাগি অন্বেষণ তব অবিশ্রাম।

প্রতীচ্য-বিজ্ঞান-বেদ নব্য জ্ঞান-ধাম
শিখিলে শিখালে তুমি গুঢ় মৰ্ম্ম তার,
হে জ্ঞানী ধ্বনিছে তব কণ্ঠে অনিবার
বিজ্ঞানের মহা যজু, প্রজ্ঞানের সাম।

দুর্গমে সুগম করে তোমার প্রতিভা
জিজ্ঞাসা-মশাল জ্বালি চল তুমি আগে,
শিশু জিনি চিত্ত চির-কৌতূহলী কিবা
জ্ঞান-যজ্ঞ-শেষ-টীকা ও ললাটে জাগে।

বাণী-পূজা লাগি তুমি গড় নব বেদী
বিজ্ঞানে প্রজ্ঞানে ধ্যানে বরেণ্য ত্রিবেদী।