বালিকার অনুরাগ

(তার) রূপ দেখে হায় ঘরের কোণে মন কি রাখা যায়?
(সে যে) পথের ধারে দাঁড়িয়েছিল আমার প্রতীক্ষায়!
(সে যে) মিথ্যা এসে ফিরে গেল তাই ভাবি গো হায়।

পথের আনাগোনার মাঝে কতই মানুষ যায়,
(আমি) কখ্‌খনো ত’ চক্ষে অমন রূপ দেখি নি, হায়;
(তারে) দেখ্‌তে পেয়ে ও আজ কেন হায় যাই নি জানালায়।

ওড়্না খানি উড়িয়ে দেব অঙ্গরাখার’পর,
তোমরা সবাই জেনে থাক, আস্‌বে আমার বর!
(আমি) বরের ঘোড়ায় চড়ে যাব কর্ত্তে বরের ঘর।

ওড়্না খানি উড়্ছে আমার বসন্ত হাওয়ায়,
ঘোড়ার ক্ষুরের শব্দ গো ওই দূরে শোনা যায়,
(আমি) পরের ঘরে কর্ব্ব আপন, আমায় দাও বিদায়।

চীন দেশের ‘শী-কি’ গ্রন্থ।