বিচিত্রা

হেথায় উঠিছে বীণাধ্বনি,
হোথায় শোকের হাহাকার;
হেথা তর্ক করে জ্ঞানী, গুণী,
মাতালের হোথায় চীৎকার!
হেথায় সুন্দরী মনোহরা,
হোথা বৃদ্ধা,- জীর্ণ দেহখান্;
না বুঝিনু কেমন এ ধরা,
অমৃত কি গরলে নির্ম্মাণ!

ভর্ত্তৃহরি