বিদেশী

স্বপনের শেষে আঁখি কচালিয়া কি দেখিনু আহা মরি!
চন্দ্রলোকের কান্তি যেন গো এসেছে মূরতি ধরি’!
ভাগ্য আমার ফলিল কি আজ? লভিনু দৈব বল?
বৃহস্পতি কি এল একাদশে? সখী তোরা মোরে বল্।
পরিধানে তার বিদেশীর বেশ, পরিচিত তার মুখ,
প্রেমের রূপের পূর্ণ সুষমা মন করে উৎসুক!
অনিমেষ চোখে পলক পড়িতে অমনি নিরুদ্দেশ!
দেবতার দূত ছলিয়া গেল রে মনে বুঝিলাম বেশ।

মিহির আর মরণ হ’ল না; নিশার তিমির চিরে
সিকন্দরের মত সে গিয়েছে অমৃত-কুপের তীরে।

মিহ্রি।