বিরহী

কেমন উপায় করি ভেটিতে তোমায়,
ভাবিতে ভাবিতে মোর তনু জ্বরি’ যায়।
ত্যজিয়া আপন জন যাই পরদেশ,
তোমায় দেখিতে যদি পাই পরমেশ!
সহিতে না পারি নাথ! সহিতে না পারি,
পুড়ায়ে করিব ছাই এ তনু আমারি;
অলপ আয়ুর কাল,- নিতি ক্ষয় পায়,
বল, আর কবে দেখা দিবে হে আমায়?
বিচারি’ আপনি কর যে হয় বিহিত,
হুকুম শুনিতে তুকা সদা অবহিত।

তুকারাম।