বিশ্ববাণীর বারতা এনেছি বঙ্গের সভাতলে,
ভ’রেছি আমার সোনার কলস নানা তীর্থের জলে;
ওগো তোরা আয় আয়!
নিখিল কবির সঙ্গীত ওঠে বঙ্গের বন ছায়!
স্তব্ধ বিমুঢ় শত শতাব্দ যাহাদের মুখ চায়,-
যা’দের ভাষায় অতীত জগৎ পুনর্জীবন পায়,-
তা’রা আজি কুতুহলে
বঙ্গবাণীর মন্দিরে আসি’ মিলিয়াছে দলে, দলে!
আমার কণ্ঠে গাহিছে আজিকে জগতের যত কবি!
আমার তুলিতে আঁকিছে তাদের দুঃখ সুখের ছবি।
শত বিচিত্র সুর,
আজি একত্রে বিহরে হরষে অখণ্ড সুমধুর!
আমার কণ্ঠে গাহিছেন ব্যাস, বাল্মিকী, কালিদাস!
দান্তে, হোমার, শেক্সপীয়ার, কঠে করিছে বাস!
গেটে, হুগো, বায়রণ,
হেঙজু, হাফেজ, স্যাফো, অবৈয়ার, খুস্হাল, টেনিসন্।
ওমর খৈয়াম্ আসিয়া মিলেছে, এসেছে ভণ্টেয়ার;
হায়েন্ এসেছে, শেলি, সাদি কীট্স্, বার্ণস্, বেরাঞ্জার।
আরো যে এসেছে কত!
মোদের পদ্মবনে জগতের জুটেছে মধুব্রত!
নানা দেশে যা’রা ছিল গো ছিন্ন, ছিল নানা মত ভাষা,-
নানা কালে যা’রা ছিল বিভিন্ন, না ছিল মিলন আশা,
তা’রা আজি এক ঠাঁই!
আকুল হৃদয়ে করে কোলাকুলি পুলকের সীমা নাই।
প্রেম-যমুনায় মিলেছে অজিকে স্নেহ-গঙ্গার ধারা,
ব্রাল কুণ্ডের এসেছে প্রবাহ টুটিয়া পাষাণ কায়া;
চুপে চুপে তা’রি সাথে,
ঝরিয়া মিশেছে স্নিগ্ধ শিশির গোপনে তিমির রাতে।
কুম্ভ আমার ভরিয়া এনেছি শত তীর্থের জলে,
বঙ্গবাণীর পুণ্যাভিষেক পুন আজি হ’বে ব’লে;
ওগো তোরা আয় আয়,
শতেক ধারায় তীর্থ সলিল উথলি’ বহিয়া যায়!