ছেলেবেলার কথা ভাবি যখন জ্বলে সাঁঝের দীপ;
মনে পড়ে গাঙের ধারে তল্তা বাঁশের দীর্ঘ ছিপ্।
বাম দিকে সেই ঝর্ণা ঝরে, ডাহিন দিকে বইছে নদী,
দূরে হ’লে ও তোমরা আমার কাছেই আছ নিরবধি।
আঁখি যে ঠাঁই দেখ্তে না পায়, মন ছোটে সেই বাপের ঘরে,
বাপের মায়ের ভায়ের আদর না পেয়ে প্রাণ কেমন করে।
ঝর্ণা ঝরার ঝঙ্কারে আর নদীর কুলুকুলুর সাথে,
তোমাদের আনন্দ হাসি শুনি আমি আঁধার রাতে!
কেরল কাঠের নৌকা চ’ড়ে সরল কাঠের দাঁড়টি বেয়ে,
মাগো আমার ইচ্ছা করে তোমার কাছে জুড়াই গিয়ে।