বৈকালী

(১)
অকূল আকাশে
অগাধ অলোক হাসে,
আমারি নয়নে
সন্ধ্যা ঘনায়ে আসে!
পরাণ ভরিছে ত্রাসে।

(২) নিষ্প্রভ আঁখি
নিখিলে নিরখে কালি,
মন রে আমার
সাজা তুই বৈকালী,-
সন্ধ্যা মণির ডালি।

(৩)
দিনে দু’পহরে
সৃষ্টি যেতেছে মুছি’;
দৃষ্টির সাথে
অশ্রু কি যায় ঘুচি’?
হায় গো কাহারে পুছি!

(৪)
একা একা আছি
রুধিয়া জানালা দ্বার,-
কাজের মানুষ
সবাই যে দুনিয়ার,-
সঙ্গ কে দিবে আর?

(৫)
স্মরি একা একা
পুরানো দিনের কথা
কত হারা হাসি
কত সুখ কত ব্যথা
বুক-ভরা ব্যাকুলতা।

(৬)
দিনেক দু’দিনে
মোহনিয়া হ’ল বুড়া!
অভ্রের ছবি
ছুঁতে ছুঁতে হ’ল গুঁড়া
ডাঁটা-সার শিখী-চূড়া।

(৭)
স্মৃতি-যাদুঘরে
যতগুলি ছিল দ্বার
উঘারি উঘারি
দেখিনু বারংবার,
ভাল নাহি লাগে আর।

(৮)
দিন কত পরে
পুরাণো না দিল রস,
শুকায়ে উঠিনু,-
শূন্য সুধা-কলস
চিত্ত না মানে বশ!

(৯)
চিত্ত না মানে
বুক-ভরা হাহাকার
মৃত্যু-অধিক
নিবিড় অন্ধকার
সম্মুখে যে আমার!

(১০)
ফাগুনের দিনে
এ কি গো শ্রাবণী মসী
বিনা মেঘে বুঝি
বজ্র পড়িবে খসি,
নিরালায় নিঃশ্বসি।

(১১)
সহসা আঁধারে
পেলাম পরশ কার?-
কে এলে দোসর
দুঃখে করিতে পার?
ঘুচাতে অন্ধকার!

(১২)
কার এ মধুর
পরশ সান্তনার?
এতদিন যারে
করেছি অস্বীকার!-
আত্মীয় আত্মার!

(১৩)
এলে কি গো তুমি
এলে কি আমার চিতে?
পূজা যে করেনি
বৈকালি তার নিতে?
এলে কি গো এ নিভৃতে?

(১৪)
দুঃখ-মথিত
চিত্ত-সাগর-জলে
আমার চিন্তা-
মণির জ্যোতি কি জ্বলে!
অতল অশ্রু-তলে!

(১৫)
দুঃখ-সাগর
মন্থন-করা মণি
অভয়-শরণ
এসেছ চিন্তামণি!
জনম ধন্য গণি।

(১৬)
বাহিরে তিমির
ঘনাক এখন্ তবে
আজ হ’তে তুমি
রবে মোর প্রাণে রবে,-
হবে গো দোসর হবে।

(১৭) বাহিরে যা’ খুসী
হোক্ গো অতঃপর
মনের ভুবনে
তুমি ভুবনেশ্বর
নির্ভয়-নির্ভর।

(১৮)
এমনি যদি গো
কাছে কাছে তুমি থাক
অভয় হস্ত
মস্তকে যদি রাখ
কিছু আমি ভাবিনাক।

(১৯)
আঁখি নিয়ে যদি
ফুটাও মনের আঁখি
তাই হোক ওগো
কিছুই রেখনা বাকী,
উদ্বেল চিতে ডাকি।

(২০)
দুটি হাত দিয়ে
ঢাক যদি দু’নয়ন,
তবুও তোমায়
চিনে নেবে মোর মন,
জীবন-সাধন-ধন!

(২১)
পদ্মের মত
নয় গো এ আঁখি নয়
তবু যদি নাও
নিতে যদি সাধ হয়
দিতে করিব না ভয়।

(২২)
আজ আমি জানি
দিয়েও সে হব ধনী-
চোখের বদলে
পাব চক্ষের মণি
দৃষ্টি চিরন্তনী।

(২৩)
জয়! জয়! জয়!
তব জয় প্রেমময়!
তোমার অভয়
হোক প্রাণে অক্ষয়
জয়! জয়! তব জয়!

(২৪)
প্রাণের তরাস
মরে যেন নিঃশেষে,
দাড়াও চিত্তে
মৃত্যু-হরণ বেশে,
দাড়াও মধুর হেসে।

(২৫)
আমি ভুলে যাই
তুমি ভোলো নাকো কভু,
করুণা-নিরাশ-
জনে কৃপা কর তবু
জয়! জয়! জয় প্রভু!