বৈশাখের গান

চলে ধীরে! ধীরে! ধীরে!
অনিবার মৃদুধারা ঘিরে ঘিরে ধরণীরে!
ধীরে! ধীরে! ধীরে!

খর রৌদ্রে বায়ু মূর্চ্ছে, জ্বলে জ্বালা,
চির স্বপ্নে রহে চম্পা চির-বালা,
তনু-আলা চলে যাত্রী, ওড়ে ধূলি ঘুরে ফিরে।
ধীরে! ধীরে! ধীরে!

গলে সূৰ্য্য, ঝরে বহ্নি, মরে পাখী,
মেলে জিহ্বা মরুতৃষা মোছে আঁখি,
ছায়া কাঁপে খর তাপে, বুকে চাপে মরীচি রে!
ধীরে! ধীরে! ধীরে!

দিশাহারা চলে ধারা পথ বাহি’,
দিন রাত্রি নাহি তন্দ্রা, ত্বরা নাহি,
নাহি ক্লান্তি, শ্যাম কান্তি ঢালে শান্তি তীরে তীরে
ধীরে! ধীরে! ধীরে!