বৈশাখী

বৈশাখ শুভ বৈশাখ তুমি
দেব-করুণায় মাখা,
মর্ত্ত লোকের দুয়ারে রোপিত
কল্পতরুর শাখা।
চম্পকে তুমি ফুল ধরায়েছ
রসালে রঙিন ফল,
দীপ্তি তোমার জপের মন্ত্র
ঝঞ্ঝা তোমার ছল।

কে বলে তোমায় রিক্ত? তুমি যে
সত্য যুগের আদি,
আলো-শতদল হৃদয়ে তোমার
তুমি হে ব্ৰহ্মবাদী।
মহেশেরে তুমি পূজেছ পূজিছ
বৈশাখী চাঁপা-ফুলে,
কৌতুক তব কাল-বৈশাখী,
ধ্বজা তব মেঘে ধূলে।

বঙ্গে একদা জাগালে প্রতাপ
কনকোজ্জ্বল স্মৃতি,
পুণ্যাহ মাস বুকে তব লেখা
তার অভিষেক-তিথি;
চাপার উগ্র গন্ধে হৃদয়
মাতাল হইয়া উঠে,
কাঞ্চন-নিভ বৈশাখী চাপা
রুদ্রের পায়ে লুটে।

ভারতে করিলে তুমি প্রবুদ্ধ
বুদ্ধের দিলে আনি,
এসিয়ার আলো চুমিল প্রথম,
তোমার ললাটখানি।
হেম-চম্পক বরণ-বিভায়
ছাইল ধরণীতল,
শিবের চরণে পড়িল তোমার
অমল চাপার দল।

জগতের কবি প্রভাময় রবি
তোমারই অঙ্কে শোভে,
চন্দ্রলোকের চকোর মরতে
যার গীত-সুধা লোভে,
চম্পা-পেলব গানগুলি যার।
পুলকে আলোক ছায়,-
হাজার হাজার চাপা-ফুল পড়ে
সুন্দর-শিব-পায়।

নাগকেশর বিশাখা তারায় জন্ম তোমার
নাম তব বৈশাখ,
মধু দান তুমি দিলে দুনিয়ায়
ভাঙিয়া মধুর চাক,
পুণ্য ভানুর আলো-চন্দন।
ললাটে তোমার আঁকা,
বৈশাখ শুভ বৈশাখ তুমি
কল্পতরুর শাখা।