বজ্র-বোধন

অযুত ঢেউয়ের তপ্ত নিশাস সুপ্তিহারা
ফির্তেছিল হাওয়ায় ছায়া-মূর্ত্তি-পারা
নিদাঘ-দিবস হান্তেছিল আগুন-চাবুক,
লুপ্ত সারা জগৎ হতে সোয়াস্তি সুখ।
শুক্নো পাতার সকল-এড়া শিথিল সুরে
তেপান্তরের তপ্ত তামার চাতাল ঘুরে
উঠ্তেছিল গুমোট ঠেলে মৌন মুখে
বিদ্যুতেরি বিত্ত নিয়ে গোপন বুকে-
সাগর-তড়াগ-হ্রদের নদের তৃপ্তিহারা
উষ্ণ নিশাস, নীরব ছায়া-মূর্ত্তি পারা।

* * *

হঠাৎ কখন্ কোন্ গগনের পাণ্ডু হাওয়ার কোন্ ইসারায়
শরীর পেল এক নিমিষে ওই অতনু সে কোন্ তারায়?
লক্ষ ব্যথার তপ্ত নিশাস পড়ল হঠাৎ ঐক্যে বাঁধা,
জীবন-মরণ-মন্ত্র যেন মন্দ্র-মধুর শব্দে গাঁথা!
আকাশ হ’ল ভাঙড় ভোলার নেশায় ঘোলা চোখের মত,
ঘোর গুমটের গুম্-ঘরে আজ ঘুল্ঘুলি সে খুল্ল শত;
অস্তাচলের সোনার বরণ অঙ্গ হঠাৎ উঠ্ল ঘেমে,
শিউরে সাগর-ঢেউ ঢিমিয়ে থম্থমিয়ে রইল থেমে;
তালের সারি পাণ্ডু-ছবি কাজল মেঘের মূর্ত্তি দেখে
চম্কে উঠে ময়ুর চেঁচায় “কে গা? এ কে? কে গা? এ কে?”
ধায় আকাশের উল্কামুখী হঠাৎ যেন প্রমাদ গণি’,
আগুন-ডোরে শূন্যে দোলে ইন্দ্রাণীরই স্নানের দ্রোণী।
বজ্র-বোধন বাদ্য বাজে, হিয়ায় হিয়ায় তড়িৎ চুয়ায়,
গুমোট-ভরা আষাঢ়-সাঁঝের জলদ-গহন গগন-গুহায়।

* * *

হ্রদের নদের কুড়িয়ে নিশাস নিশান ওড়ে! নিশান ওড়ে!
লক্ষ হিয়ার মন্যু জাগে প্রলয়-মেঘের মূর্ত্তি ধ’রে।
আস্ছে কে গো বাষ্পঘন! বারুদ-মাখা-অঙ্গে একা,
ঈশান-কোণে দিগ্বাবণের হাওদা তোমার যাচ্ছে দ্যাখা;
তোমার সাড়ায় বৃংহণেরি বৃহৎ ধ্বনি স্তব্ধ বনে,
সিংহ বারেক গর্জ্জে’ উঠে গুহায় পশে ত্রস্ত মনে,
ঝঞ্জা তোমার চারণ-কবি, জগৎ লোটায় পায়ের নীচে,
পায়ের ধূলার তলায় যারা তারাই শুধু অঙ্কুরিছে।
ব্যথার তাপে জন্ম তোমার, আস্ছ বাথার আসন দিতে,
নবীন মেঘের গর্ভাধীনে মন্ত্র পড় রুদ্রগীতে।
জীর্ণ যা’ তা পড়্ছে ভেঙে- জরার ভারে পড়ছে ভেরে,
তোমার সাড়া চমক দিয়ে জাগায় অফুট অঙ্কুরেরে।
গর্ব্ব যাদের পর্ব্বে পর্ব্বে সে পর্ব্বতের উড়াও চূড়ায়,
বজ্র! কুশাঙ্কুচ্ছবি! তোমার পরশ পাহাড় গুঁড়ায়।
গ্রীষ্মে-জরা দগ্ধ ধরা ভাবছে যাবে চিরস্থায়ী!
তোমার সাড়ায় মূর্চ্ছা সে পায়, বজ! হে নীলপদ্মশায়ী।

* * *

তোমার সাড়ায় তৃষায় অধীর কোন্ চাতকের পুড়ল ডানা,
কোন্ সে শাখীর ভাঙল শাখা তার কথা নেই তুলতে মানা,
তোমার সাড়ায় তরুণ প্রাণের যে বন্যা আজ জলে-স্থলে,
ক্ষতির কথা ভুলিয়ে দিতে হাস্ছে তারা নানান্ ছলে।
তোমার সাড়ায় উল্টে গেল শূন্য-শয়ান্ জলের দ্রোণী,
সোহাগ-দ্রোণীর ঝর্ণা-ধারায় আর্দ্র ভুবন দিন রজনী।
লক্ষ ব্যথার প্রসব তুমি, সূর্য্যে নিবায় তোমার গাথা,
বজ্র! তুমি দর্পহারী, খড়্গ তুমি অভয় দাতা!
তোমার বোধন গাইছে কবি, গাইবে কবি সকল কালে,
জীবন-লোকে বরণ তোমার দীপক রাগে রুদ্রতালে!