বোটার বাঁধন অনায়াসে খুলি’ সহজে ঝরি;
আমরা বকুল অতি ছোটো ফুল ধূলায় মরি!
আমরা হাসিনে ভুবন ভরিয়া রূপের জাঁকে,
সহজে মাটির মত হই, তবু গন্ধ থাকে।
রসের জোগান- বোঁটায় সে নাই বুকেতে আছে,
তাই থাকে বাস জীবনে মরণে,- আগে ও পাছে।
কমল শুকালে সেও দ্যায় পীড়া ঘাসের বাসে,
আমরা শুকাই- ধূলা হই, তবু, গন্ধ ভাসে।
নিজে আছি পূরা নিজে মশ্গুল দিবস রাতি,
আমরা বকুল ছোটো ফুল,- নাই রূপের ভাতি।