ব্রাহুই গান

মেদুর নয়ন মেষের মতন,
দারুচিনি জিনি দাঁত,
চোখের চাহনি, চাহনি সে নয়,-
লাখ টাকা হাতে হাত!
বোটাতে তোমার জল যদি থাকে
দাও গো না করি’ ছল,
আমার পক্ষে হ’বে ঔষধ
তোমার হাতের জল!
ওগো সুন্দরী ক্লান্ত মনের
পক্ষেতে তুমি তাঁবু,
শর্কর-খাদী বাদ্শাজাদী সে
ও রূপের কাছে কাবু!
তুমি যেন কোনো ফুলের গন্ধ,-
কেবল গন্ধটুক্!
গোলাম আমারে ক’রেছে তোমার
মশালা-গন্ধি মুখ!