বৃন্দাবনে

“বন হ’ল বৃন্দাবন শ্যামচন্দ্র বিনে”-
এ কান্না কেঁদ না আর কেহ অতঃপর,
দেখে যাও বৃন্দাবন হয়েছে শহর;
কার সাধ্য ওরে আজ নিতে পারে চিনে?

হরি হেথা নাই বলি’ নিকুঞ্জে বিপিনে
হরিতেও চিহ্ন নাই; ধূলিতে ধূসর
নিধুবন ঘিরিয়াছে প্রাচীর দুস্তর!
মাধবের মাথা হেঁট করগেট টিনে।

বন নাই বৃন্দাবনে, হায় বনমালী,
ধূলা বালি ইট কাঠ ইমারৎ খালি।

মানুষের কাণ্ড দেখে মরমেতে ম’রে
সরে গেছে এক পাশে যমুনা তোমার;
এস না এস না শ্যাম এ শুষ্ক শহরে,
বৃন্দাবনে বনমালা মিলিবে না আর।