ডাক্ছি তারে আঁখির ধারে গো (গান)

গান

(আমি) ডাক্ছি তারে আঁখির ধারে গো
(সে কি তা’) জানতে পারে না!
(হায়) পরাণ-ভুরির এই বিহারে গো
(তারে) টাতে পারে না!
ডাক্ছি তারে মন্-গোপনে মনের কামনা
তার তরে মোর উদাস আঁখি মন যে উন্মনা
প্রাণের স্পন্দ ছোঁয় না কি প্রাণ গো
(কাছে) আন্তে পারে না!
শুন্তে না পাক- না পাক আমার সুদূর এ আহ্বান
(ও তার) শুন্তে না পাক কান।
বাস্লে ভালো প্রাণের এ ডাক শুন্ত যে পরাণ
(ওগো) কাঁদন নাগাল পায় না তারে গো
(মন আমার) মান্তে পারে না।