দেখে যাও

তুমি কি দেখিবে, বালা, কি মধুর আলো,
জ্বালিয়াছ হৃদয়ে আমার?
কথায় ভাষায় শুধু তাই ফোটে ভাল
যে লালসা তুচ্ছ অতি ছার।
নীরবে,- দেখ গো চেয়ে- কত ভালবাসি,
প্রণয় নীরব চিরদিন,
এ নয়নে,- দেখে যাও- শুধু ওই হাসি
জাগায়েছে শকতি নবীন!

ভণ্টেয়ার ।