ডেভিড হেয়ার

দুর্গতি-দুর্গম দেশে ভালবেসে আত্মীয়ের মত
জ্বেলেছিলে শুভ্র দীপ শুদ্ধ জ্ঞান প্রবুদ্ধ করিতে;
জনমি খ্ৰীষ্টান-কুলে খ্ৰীষ্ট-নামে তরাতে তরিতে
চাহ নাই; তাইত নাস্তিক তুমি নর-সেবা-ব্রত!

অর্থদানে মুক্তপাণি, বিদ্যা দানে অতন্দ্র নিয়ত,
আর্ত্তের ছাত্রের বন্ধু, ছিলে পটু মানুষ গড়িতে
স্নেহবিত্ত চিত্ত দানে; নব্য বঙ্গে- বিকল ঘড়িতে
বিনি মূলে কল-বল নিত্য তুমি জোগায়েছ কত!

কুড়ায়ে পথের রোগী সংক্রামকে দিলে তুমি প্রাণ,-
তবুও নাস্তিক তুমি!- ও অস্থি নেবে না গোরস্থান!

তাই ছাত্র-পল্লী-তলে বিরাজিছ ছাত্রের দেবতা!
সমাধা- সমাধি সেথা পবিত্র ব্রতের যেথা সুরু!
ছাত্ৰ-পরম্পরা স্মরে পুণ্য তব জীবনের কথা-
মনুষ্যত্ব-ধৰ্ম্মে পূত- হে নাস্তিক! আস্তিকের গুরু!